• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে লিটন দাস 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০৪:৩৮ পিএম
ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে লিটন দাস 

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জন্য বেশ সমালোচনার মুখোমুখি হয়েছিলেন লিটন কুমার দাস। ফলে অনুমিত ভাবেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দল থেকে বাদ পড়েন তিনি। সমালোচনার জবাব ব্যাট হাতে দিয়ে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি ও ফিফটি করেছেন তিনি। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করায় র‍্যাঙ্কিংয়ে লাফ দিয়েছেন তিনি। আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠে এসেছেন লিটন। 

চট্টগ্রাম টেস্টে লিটন ছাড়াও ব্যাট হাতে ভালো করেছেন মুশফিকুর রহিম। ফলে র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন তিনি। 

বল হাতে পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে ধস নামিয়ে ৭ উইকেট তুলে নিয়েছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দুই ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠে এসেছেন তিনি। 

টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৯০৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অবস্থান করছেন ইংলিশ ক্রিকেটার জো রুট। দুইয়ে থাকা স্টিভ স্মিথের পয়েন্ট ৮৯১। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, অজি ব্যাটার মার্নাস লাবুশেন ও ভারতের রোহিত শর্মা। ষষ্ঠ স্থানে রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম রয়েছেন তালিকার অষ্টম স্থানে। 

বোলারদের তালিকায় সবার উপরে অবস্থান করছেন অজি পেসার প্যাট কামিন্স। এর পরের অবস্থানে রয়েছেন যথাক্রমে রবিচন্দ্রন অশ্বিন, টিম সাউদি, জশ হ্যাজেলউড ও শাহীন শাহ আফ্রিদি। 

অলরাউন্ডার তালিকায় এসেছে পরিবর্তন। এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। রবীন্দ্র জাদেজা রয়েছেন দুইয়ে। তিনে রবিন্দ্রন অশ্বিন, চারে বেন স্টোকস ও পাঁচে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!